ষ্টাফ রিপোর্টারঃ
বর্তমান সরকারের কার্যক্রম জন সম্মুখে তূলে ধরে বাংলাদেশ তাতীলীগ কে আর ও সুসংগঠিত করে আগামী তে এগিয়ে যেতে হবে বলে মতামত ব্যক্ত করেন চট্টগ্রাম দঃ জেলা তাতীলীগের প্রতিনিধি বৃন্দ। গত ১৭ই সেপ্টেম্বর ২২ইং চট্টগ্রাম দঃ জেলা তাতীলীগের কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দঃ জেলা তাতীলীগের সভাপতি জনাব দিদারুল আলম, সাঃ সঃ মমতাজ উদ্দিন আহমদ, এম শাহনেওয়াজ চৌঃ, ডাঃ আর কে দাশ,মাঈনুল হক লিটন, আজীজুল হক, বখতিয়ার উদ্দিন চোঃ, মোং হাসান মুরাদ, দীপক কর, মোং মঞ্জু। এ ছাড়াও উপজেলা প্রতিনিধি মোং হানিফ, মহিউদ্দিন আলম, সাল্লা উদ্দিন, নাসির ও সৈয়দ সহ অনেক নেতৃবৃন্দ।