সামাজিক সংগঠন প্রয়াসের কেবিনেট সভা ও ১৭ তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে ১ম প্রস্তুতি সভা ২৫ অক্টোবর, শনিবার সন্ধ্যায় নগরের বনজৌর রেষ্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়। কেবিনেট সভার চেয়ারম্যান ও প্রয়াসের সিনিয়র উপদেষ্টা এ এম কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস্ ইনষ্টিটিউশন বাংলাদেশের সেন্ট্রাল মেম্বার প্রকৌশলী মোমিনুল হক। সভায় মুখ্য আলোচক ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা এবং পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার গভর্ণর এডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী, চিটাগাং বেল ভিউ হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর জি কে লালা, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির অর্থ সম্পাদক মো: মোহছেন আলী মহসিন, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, সারিস্ত বিন্তে নুর, খালেদা আক্তার চৌধুরী, আবছার উদ্দিন অলি, সংগঠনের আজীবন সদস্য ও সফল নারী সুবর্ণা দে, শফিকুল ইসলাম চৌধুরী, মো: আক্কাস উদ্দীন, প্রেসিডেন্সী স্কুলের পরিচালক নাসরিন হক, সমাজ কর্মী এডভোকেট রেহেনা বেগম রানু, গ্রীণল্যান্ড এর সাধারণ সম্পাদক মো: আলতাফুর রশীদ বাবু, যুগ্ম সম্পাদক রফিউল কাদের, বিশিষ্ট ব্যাংকার হোসনী মোবারক জিকু, প্রয়াস শুভকাঙ্খী জেবুন নাহার বেগম, জোবাইদা খানম তানজু। ধন্যবাদ বক্তব্য রাখেন প্রয়াস সভাপতি মো: কিবরিয়া হোসাইন বাপপী এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনী, সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক খাঁন আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো: শাহজাহান, মো: ইসমাইল, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: মাহির আসেফ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ রাজীব, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুল হক মিনার, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক সোহরাবুল আলম সৌরভ, আপ্যায়ন সম্পাদক খোরশেদ আলম, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মো: সায়েম, মো: সাকিবুর রহমান, মোরশেদ আলম রুবায়েত রশীদ, আবতাহী ইবনাত তাছবীহ, ওয়াজিহা রুহানা চৌধুরী, মীর তাফহীম কাদের, তাওসিফ হোসেন তাবিব, মাইশা ইসলাম চৌধুরী, অলিউল্লাহ খান, আতিকুল ইসলাম আবির, হাসান ইহলান চৌধুরী ও অফিস সচিব মোছলেম উদ্দিন। প্রধান অতিথি বলেন সমাজ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়। প্রয়াস পরিবার সমাজে পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। কেবিনেট সভায় সফলভাবে সম্পন্ন হওয়ায় কেবিনেট মিটিং এর চেয়ারম্যান লায়ন এএম কামাল উদ্দিন চৌধুরী সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।