মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এটিএম শওকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আক্কাস বসুনিয়া।
অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে করতালিতে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠানস্থল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা মেনে চলা, শিক্ষক-অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে কলেজ সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাইবার নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নবীন শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং যেকোনো সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বক্তারা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।