মোহাম্মদ আলবিন(চট্টগ্রাম)আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগের সাথে সৌজন্য বৈঠক করেছেন আনোয়ারা প্রেসক্লাবের
সভাপতি আব্দুল নূর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন। ১৮ জুন (বুধবার) দুপুর ২ টার দিকে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনোয়ারার ইয়াবা ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করার আহবান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় সহকারী পুলিশ সুপার মো : সোহানুর রহমান সোহাগ বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে সবসময় জিরো ট্রলারেন্স ভূমিকা পালন করে থাকে। তিনি ইয়াবা ও মাদক কারবারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাহা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ কে দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বৈঠকে প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুল্লাহ ও আরাফাত উপস্থিত ছিলেন।