সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও হারুনুর রশিদ হারুনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ধানের শীষ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ধানের শীষ মার্কায় সর্বস্তরের জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার মানসে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন। ধানের শীষ সমর্থক গোষ্ঠীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আপামর জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিলে একটি নিরাপদ বাংলাদেশ পাবে। ধানের শীষে ভোট দিলে জনগণ তাদের মৌলিক চাহিদা মেটাতে পারবে। ধানের শীষে ভোট দিলে বাংলাদেশের মানুষ অভাব মুক্ত সুখী, সুন্দর, সর্ব দিক দিয়ে আনন্দচিত্তে গর্ব করার মত বাংলাদেশ পাবে।