চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়নে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদের নির্দেশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ, সাতকানিয়া উপজেলা ও খাগরিয়া ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে স্থানীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে খাগরিয়া ইউনিয়ন এলডিপির উপদেষ্টা নরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির সদস্য, সাতকানিয়া উপজেলা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির সাংগঠনিক সম্পাদক ও নরুল ইসলাম।
এসময় খাগরিয়া ইউনিয়ন এলডিপির গনতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম ।
আবদুস সালাম মেম্বার, গুড়া মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, জাহাঙ্গীর আলম, ইসহাক মনু মেম্বার, ইদ্রিস মিয়া,জামাল উদ্দিন, ডাঃ রাকিব কামাল, সিরাজুল ইসলাম, দিদার, সেলিম, আব্দুল মান্নান, আব্দুল খালেক সওদাগর,শাহ আলম সহ খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।