সাতকানিয়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গফফার-আমেনা -খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও চিটাগাং বিল্ডার্সের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ খোকন, নুরুল কবির, আরমান হোসেন, মোহাম্মদ টিটু, তানভীর হোসেন, মোহাম্মদ মিশকাত, মোহাম্মদ হামদান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।