জিয়াবুল হোসেন তারেকঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুনির হোসেনের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, প্রধান বক্তা ছিলেন নবাব মিয়া রকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোহাম্মদ ফরিদ, উপজেলা সহ সভাপতি শিবলী নোমান মিটু, সহ সভাপতি আক্তারুজ্জামান রাসেল, আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ দপ্তর সম্পাদক, শহীদুল আলম প্রচার সম্পাদক, সাইফুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, শফিক আজম উপজেলা নেতা, নুরুল ইসলাম, নুরুল হক, সাইফুল ইসলাম, ইউনিয়ন নেতা ইলিয়াস সিকদার, আয়ুব আলী, রহমত আলী, মহিউদ্দীন, রিয়াজ, আমানুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, মোঃ সাজ্জাদ, মোঃ রাসেল প্রমুখ।
উক্ত দোয়া মাহফিলে, বঙ্গবন্ধুর দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ঔয়াজেদ জয় সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ।