"সাফা ও মারওয়া"
-মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
সাফা- মারওয়ার মাঝে ছিল
দূ দূ বালু ভূমি
পানির জন্য দৌড়ে বেড়ায়
হাজেরা বিবি জানি।
ইসমাইলের পদতলে সৃষ্টি
'জমজম' কূপখানি
অসংখ্য হাজী করে পান
সেই কূপের পানি।
সাফায় নির্মিত ছিল
'ইসাফ' নামের পুরুষ মূর্তিখানি
মারওয়া পাহাড়ে ছিল
'নাযিলা' নামে মহিলা মূর্তিখানি।
দুই পাহাড়ে দুইটি মূর্তি
খাড়া দেখতে পান
'সায়ি' করা কেমনে যাবে
নবীকে জানান।
সাহাবাগণ 'সায়ি' করতে
চাইল না যখন
পাপ নেই 'সায়ি' করতে
নাযিল হয় তখন।
সাত বার 'সায়ি' করা
হজ্জের ওয়াজিব বিধান
বিবি হাজেরার স্মৃতি পালন
করেন হাজীগণ।
'সায়ি' শেষে হাজীগণ
করে মুনাজাত
হজ্জের দোষ ত্রুটি সব
আল্লাহ্ কর মাফ।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।