নিজস্ব প্রতিবেদকঃ
চাকরি থেকে অবৈধভাবে বরখাস্ত করার কারণে সারা দেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সকল শাখায় বাহির থেকে তালা লাগিয়ে এক যোগে সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে।
FSIBL এ কর্মবিরতি পালনকারি সকল কর্মচারীদের ১০ দফা দাবি ৷
১. বিশেষ মূল্যায়নের নামে ভূয়া ও অযৌক্তিক পরীক্ষা বাতিল করো, করতে হবে ৷
২. ক্যাম্পেইন, ডিপোজিট ও একাউন্ট বাড়ানোর নামে এমপ্লীয়েদের দিয়ে ওয়াকফ্, মোহর ও নানা একাউন্ট করানো বন্ধ করো, করতে হবে ৷
৩. বিভিন্ন সময় এই কাজ ঐ কাজের বাহানা দিয়ে এম্পলীয়দের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে ৷
৪. বছরের ১৫ দিন ক্যাজুয়েল লিভ নেওয়ার সময় ম্যানাজার ও ম্যানাজার অপারেশনদের গড়িমসি বন্ধ করতে হবে ৷
৫. প্রতি বছর ব্যাংকের মুনাফার উপর এম্পলয়ীদের যে ইনসেটিভ দেওয়া হয় তা চালু রাখতে হবে ৷
৬. ১৬.০১.২০২৫ ইং বিনা নোটিশে ৫৪৫ জন চাকুরীচ্যুতদের পূর্নবহাল করতে হবে ৷
৭. ৫ই আগষ্টের পর প্রতিটি শাখার কর্মচারী ও কর্মকর্তাদের ম্যানেজমেন্ট মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে ৷ ফলস্বরূপ, কেবল শাখা প্রধানকে প্রশংসা পত্রের মতো অমানবিক, নির্লজ্ব পত্র বাতিল ও সকলের প্রশংসা বা স্বীকৃতি পত্রের দাবি জানাচ্ছি ৷
৮. হেড অফিসের নানা সময় নানা রির্পোট চাওয়ার নামে ভন্ডামী ও মানসিক টর্চার বন্ধ করতে হবে ৷
৯. বিনা কারণ ও বিনা নোটিশে কাউকে চাকুরীচ্যুত করা যাবেনা ৷
১০. বছরের সব বোনাস ও নানা সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিতকরণে মানব সম্পদ বিভাগকে নতুন সার্কুলার প্রণয়ন করতে হবে ৷