স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব খাশের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (০২ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জান্নাতি (২২)। তিনি সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিনের (৩৭) স্ত্রী। রুহুল আমিন পূর্ব খাশের চর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে মালয়েশিয়া থেকে স্বামী রুহুল আমিনের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমানে জান্নাতি ঘরের ভেতরে টিয়া রঙের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন।
পরে বিষয়টি ভিডিও কলে দেখে স্বামী রুহুল আমিন দ্রুত ফোনে পরিবারের সদস্যদের জানান। তাৎক্ষণিকভাবে জান্নাতির শ্বশুর আফসার উদ্দিন ছুটে এসে দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশী মো. আমিনুর রহমান (২৫) ও নুরুন নাহার (৪৫) ছুটে আসেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জান্নাতিকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।