সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন হতে অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৭ টায় ভাটিয়ারী এলাকায় রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মৃত দেহটি ময়নাতদন্তে মর্গে পাঠায়েছে রেলওয়ে পুলিশ।
ভাটিয়ারী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই তাপস দে বলেন, নেভী গেট এলাকায় রেল লাইনে একটি মৃত দেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। এ খবর পেয়ে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে প্রেরন করা হয়েছে। লুঙ্গি পরিহিত অবস্থায় মৃত দেহ টি উদ্ধার হয়। ঢাকামুখী সুর্বন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হতে পারে বলে জানান তিনি।