সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেল ৫ টায় বাড়বকুণ্ড এলাকার শুকলাল হাটের পাহাড়ের পাদদেশে গড়ে উঠা অবৈধ কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ ও কারখানা আইন অমান্য করে অবৈধ পন্থায় টায়ার পুড়িয়ে পরিবেশ দুষনের অপরাধে কারখানাটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ ধরে নামসর্বস্ব প্রতিষ্ঠিত কারখানায় অবৈধভাবে রাবার পুড়িয়ে পরিবেশ ভারসাম্য নষ্ট করছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কাগজপত্র দেখাতে না পারায় কারখানা কায্যক্রম অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কারখানা সম্পৃক্ত কাগজপত্র দেখাতে যথাযথ আইন মেনে কায্যক্রম চালানোর সুযোগ পাবে বলে জানান তিনি।