সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে আওয়ামীলীগের লক-ডাউনের প্রতিবাদ মহাসড়কে মিছিল- সমাবেশে দিনভর সরব ছিল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে শত শত নেতাকর্মী।
বাড়বকুণ্ড বাজারে মিছিল শেষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাড়বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ডা: কমল কদর, উত্তর জেলা সাবেক বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহরম আলি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাবুদ্দীন রাজু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম, শেখের হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তারেক মাহমুদ রুবেল, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মো ইলিয়াস, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি মো নুরুন্নবী সাইফুল, সাধারণ সম্পাদক একরামুল হক, মুরাদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আরমান শাকিল, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আলি রাসেল, উপজেলা ছাত্র দলের সহ সভাপতি মাহবুবুর রহমান খান।