সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য বিভাগের আন্দোলনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা স্থবির হয়ে পড়েছে। লাগাতার আন্দোলনের কবলে পড়ে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহিতারা। সকাল ৯টা থেকে ১২ টা পযন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে সেবা গ্রহিতারা অপেক্ষামান থাকে ফার্মাসি ও প্যাথলজি কক্ষের সম্মুখে।
বিক্ষুব্ধ সেবা গ্রহিতারা বলেন, সকাল ৯ টা থেকে ঔষধের অপেক্ষায় দাড়িয়ে আছি। অসুস্থ শরীরে দাঁড়িয়ে থেকে আরও অসুস্থ হয়ে পড়েছি। এছাড়া যথাসময়ে পরীক্ষা নিরীক্ষা করতে না পারায় চিকিৎসা পাওয়া যাচ্ছে না।
এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে সরকারি ও বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসেস্টরা লাগাতার কর্মসূচীর আওতায় কর্মবিরতিতে চালিয়ে যান। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট ইউনুস খান বলেন, রোগীদের কষ্ট দেয়ার কোনো উদ্দেশ্য নেই। সব ধরনের প্রস্তুতি নেয়ার পর ও ১০ ম গ্রেড দিতে গড়িমসি চলছে। দাবি মানা না হলে পূর্ন দিবস কর্মসূচী পালিত হবে বলে জানান তিনি
অন্যদিকে,নিয়োগ বিধি কার্যকরের দাবিতে কর্ম বিরতিতে নামেন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
তারা বলেন,সন্মান আদায়ে আমাদের আন্দোলন। মাঠ পর্যায়ে হাজারো কষ্ট করে ও একই পদে থেকে কর্মজীবন শেষ করতে হয়। তাই চাকুরি জীবনে পদ উন্নতি প্রদান করে সন্মানের আওতার আনার দাবি জানান ইউনিয়ন পরিদর্শক সাইফুল ইসলাম।