সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে দীর্ঘ ৫ বছর পর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা কমান্ড কাউন্সিলের স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি ঘোষণা করেন উত্তর জেলা কমিটি। মোস্তাক ই এলাহি কে আহবায়ক ও আবদুল মন্নানকে সদস্য সচিব করে ৭ সদস্যর একটি কমিটি ঘোষণা দেয় হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, সদস্য মদিন উল্লা, নুরুল আলম চৌধুরী, আবু তাহের ও জহির উদ্দিন ফারুক।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনায় উত্তর জেলা কমান্ড উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন না হওয়া পযন্ত আহবায়ক কমিটিকে সকল কায্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত কমিটির একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।