সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড বিজয় স্বরনী বিশ্ববিদ্যালয় কলেজের অভিবাবক সদস্য জহুরুল আলম জহুর কে ফুলেল শুভেচছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন সামাজিক সংগঠন ও দলীয় নেতা-কর্মীরা। এ সময় সকলের উদ্দেশ্যে জহুরুল আলম জহুর বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়,সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তাই লেখা পড়া করার পাশাপাশি সুশিক্ষা গ্রহণ অতিব জরুরি। একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠন করতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। নয়তে সনদধারী শিক্ষিতরা রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে ঘুষ দূর্ণীতিতে লিপ্ত হতে দেরি করবে না।
অভিবাবক সদস্য বাড়বকুন্ড নিজ বাড়িতে ফুলেল শুভেচছা প্রদানের সময় দলীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন