সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড গ্রাম পুলিশ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন উপপরিচালক একেএম লুৎফর রহমান।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মো: সাইদুজ্জামন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আবদুল্লা আল মামুন,স্বাস্থ্য কর্মকর্তা ডা আলতাফ হোসেন, কৃষি বিদ হাবিব উল্লাহ, পিআইও জামিরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান।
চট্টগ্রাম জেলার মধ্যে এই উপজেলা প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাই সকলকে যথাযথ প্রশিক্ষণ কর্মশালা গ্রহণের জোর তাগিদ দেন বক্তারা।
১০ ইউনিয়নের ৪০ জন পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করবে।