সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড সনাতনী সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান চন্দ্র নাথ ধাম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তনু।
বিকেল ৫ টায় চন্দ্র নাথ ধাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার।
এ সময় বলেন, সম্প্রতিক সময়ে চন্দ্র নাথ ধামে মসজিদ নির্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। সে আলোচনার প্রেক্ষিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হওয়ায় মন্দির পদর্শন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। চন্দ্র নাথ ধামে মসজিদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এবং ছিল না। এখানে হাজার বছরের পুরনো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। যা বিশ্বের কাছে বাংলাদেশের সন্মান রক্ষা করছে। তাই প্রপাগান্ডার হতে সবাই সতর্ক থাকবেন। তাছাড়া যে বা যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে,তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন, ওসি মুজিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।