সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড ৪ আসনের দীর্ঘ দিনের ত্যাগীও নয় মাস কারাভোগের নির্যাতীত নেতাকে মনোনয়ন প্রদানের দাবীতে জরুরি সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিকেল ৩ টায় সলিমপুরস্ত একটি কমিউনিটি সেন্টারে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক ডা কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জরুরি সভায় নেতৃবৃন্দ বলেন, আসলাম চৌধুরীর মাটি সীতাকুণ্ডের ঘাঁটি। ষড়যন্ত্র মূলকভাবে মীর জাফরেরা মনোনয়ন ছিনিয়ে নেয়। আসলাম চৌধুরী পরিবর্তে কোনো মীর জাফরকে সীতাকুণ্ডবাসী কখনো মেনে নেবে না। তাই আসন রক্ষা করতে হলে আসলাম চৌধুরী কে পূন বিবেচনায় আনতে হবে। নয়তো বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ও সমর্থকরা মীরজাফরদের প্রত্যাখান করবে বলে হুশিয়ার করেন।
জরুরি সভা শেষে আসলাম চৌধুরীর সমর্থনে নেতা-কর্মীরা মহাসড়কে মিছিল দেয়।