সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে শ্রী কৃঞ্চের জন্ম দিন জন্মাষ্টমী অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। গজারিয়ায় দীঘির পাড়ে জন্মাষ্টমী অনুষ্ঠানে আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি, সম্পদক, পৌর বিএনপির সংগঠিক সম্পাদক মোজাহেরুল ইসলাম আশরাফ, বিএনপি নেতা নাটু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আসলাম চৌধুরী বলেন, সকল ধর্মালম্বীদের ভ্রাতৃত্ব বন্ধনের দেশ বাংলাদেশ। সবাই শান্তিপূর্ণ পরিবেশে ধর্ম পালন করছে। যাঁরা ধর্মীয় ভাব গাম্ভীর্য বিনষ্টকারীরা এই দেশে স্থান পাবে না। মরহুম জিয়াউর রহমান সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে দেশ এগিয়ে নিয়েছেন। বর্তমানে তারেক রহমানও সবাই সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।