সীতাকুণ্ডে জুলাই অভ্যূথানের স্বরনে আগামী ১২ জুলাই ফ্রী চিকিৎসা সেবা দেয়া হবে। সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা উম্মুক্ত থাকবে। এই কার্যক্রমের শৃংখলা বজায় রেজিষ্ট্রেশন বুথ চালু করা হয়েছে। সকাল ৯ টা হতে রাত ৮ টা পর্যন্ত সিকিউরসিটি শপিং কমপ্লেক্সের সম্মুখে অস্থায়ী বুথে ফ্রী রেজিষ্ট্রেশন করার সুযোগ রয়েছে। বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তারগন সব ধরনের রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানান অস্থায়ী বুথে দায়িত্বরত কর্মী ছাত্র দল নেতা ইসমাইল হোসেন সিরাজী।
এসময় আরও উপস্থিত থেকে রেজিষ্ট্রেশন কার্যক্র্মকে সহযোগীতা করছেন ১২ জুলায়ের জন্য স্বেচ্ছাসেবক টিম (ছাত্রদল)
মো:কামরুল ইসলাম বাবলু.মো:আশরাফ আলী জিকু,আজওয়াদ মাহামুদ অভি.সায়েম হাসান সানি.সাইদুল আজম শুভ.আহসান মুন্না.মিনহাজ উদ্দিন .সাইফুল ইসলাম .রবিউল হোসেন সায়মন।