সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভায় বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী কে সংবর্ধনা দিয়েছে কলেজ কতৃপক্ষ। দুপুর ২ টায় অনাড়ম্বর অনুষ্ঠানে বিএন সি সি ' র গার্ড অব অনারের মাধ্যমে এডহক কমিটির সভাপতি লায়ন আসলাম চৌধুরী কে সংবর্ধনা দেয়া হয়। পরে কলেজ হলরুমে পরিচালনা কমিটি সভায় ফুলেল শুভেচছা বরন করেন শিক্ষক মন্ডলী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শত শত নেতাকর্মীদের উদ্দেশ্য আসলাম চৌধুরী বলেন, আমি আপনাদের আপনারা আমার। আপনাদের ভালবাসা নিয়ে আমি বেঁচে আছি। আগামী বছর ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সীতাকুণ্ড বাসীর সেবা করার সুযোগ দিবেন।
এডহক কমিটির সভায় উপস্থিত ছিলেন, ছাত্র নেতা বখতিয়ার, কলেজ অধ্যক্ষ,শিক্ষক ও অভিবাবক প্রতিনিধিগন।