সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুন্ডে আশংকাজনক হারে ডেঙ্গুর পদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সচেতনা সৃষ্টির লক্ষে ডেঙ্গু মোকাবেলায় মাঠে নেমে পড়েন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, সমাজসেবক ও একাডেমিশিয়ান আনোয়ার ছিদ্দিক চৌধুরীর। সকাল ১১ টায় উপজেলা হাসপাতালে ডেঙ্গু মশা নিধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন তিনি।
এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং সচেতনতা কার্যক্রম জোরদারের গুরুত্বও তুলে ধরেন তিনি।
ডেঙ্গু সচেতনতা কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সীতাকুণ্ড পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়ন সহকারী সেক্রেটারি এজাহারুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি ব্যবস্থাপনা নয়, ব্যক্তি ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।