সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে খালে পড়েছে ছাগলবাহী মিনি ট্রাক। বিকেল ৫ টায় মহাসড়কের কদম রসুল এলাকায় দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চালকসহ এক পথচারী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন স্থানীয়রা।
জানা যায়, মহাসড়কের কদম রসুল এলাকায় চট্টগ্রাম মুখী ড্রাম ট্রাক মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় ড্রাম ট্রাকের ধাক্কায় মিনি ট্রাকটি খালে উল্টে পড়ে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উদ্ধারকারীরা।
কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটি নোয়াখালী হতে ছাগল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে । স্থানীয়দের সহায়তায় ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।