সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুই ঘটনায় উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক সহ তিন ব্যাক্তিকে আহত করা হয়েছে। বুধবার রাত ১২ টায় কৃষক দল নেতার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনার ১২ ঘন্টার ব্যবধানে সকাল ১১ টায় রিপন( ২৫) নামের এক যুবকের উপর প্রতিপক্ষের হামলা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়,
শেখের হাটের পিচের মাথায় অবস্থানরত কৃষক দল নেতার উপর দূর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে হাতের আঙুল কেটে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় ছুরিকাঘাতে নেতা মাটিতে লুটে পড়লে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে গুরুত্বতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেছে বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী। এছাড়া হামলায় আমির হোসেন( ২৫) নামের এক যুবককেও আহত করেছে দুর্বৃত্তরা।
অন্যদিকে সকালে নিজ বাড়ি পৌর সভার পন্তিছিলা এলাকায় যুবক রিপনের প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে। পরে রক্তাক্তবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার নপর আহতকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরিত করেন বলে জানান কর্তব্যরত ডাক্তার নাদিয়া আক্তার।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, দুটি ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।