সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টায় ফৌজদার হাট বন্দর লিংক রোডে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীরা হলেন, চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা আবদুর রবের পুত্র অনিক( ৩০) ও সোহান (২৬)।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বন্দর লিংক রোডের চিটাগং ফিলিং স্টেশনের সম্মুখে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীদের মৃত বলে ঘোষনা দেয়। দুর্ঘটনায় শরীরে মারাত্মক জখম হওয়ায় মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়েছে বলে জানান ফৌজদার হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা।