সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে আগামী ১৯ জুলাই পৌরসদর দোকান মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারমায় মুখরিত বাজার। জয়- পরাজয়ের হিসাব নিকাশে ভোটার মনোযোগ আকর্ষনে দৌড়ের উপর প্রার্থীরা। শেষ মুহুর্তে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে বাজার। মিছিলে মিছিলে করমর্দনে ব্যস্ত প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গ দিয়ে উৎসুক জনতাও ভোটের আনন্দ উপভোগ করছে। মিছিলে জনসমর্থন ফুটিয়ে তুললেও ভোটের হিসেব মিলানো কঠিন বলে মনে করছেন প্রার্থীরা।
সভাপতি প্রার্থী নাছির উদ্দীন বলেন, যৌগ্যতা বিবেচনায় ব্যবসায়ীরা ভোট প্রদান করবে। দীর্ঘ বছর ব্যবসায়ীদের সুখে দুখে ছিলাম, আছি, থাকব। সেবার মনোভাব নিয়ে নির্বাচন করছি। যৌগ্য মনে করলে নির্বাচিত করবে।