সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পরিকল্যান কেন্দ্রের অফিস সহায়িকা। বিকেল ৩ টায় সোনাইছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ে এ ঘটনা ঘটে। রেহেনা আক্তার( ৫০) সোনাইছড়ি পরিবার কল্যান কেন্দ্রের চাকরি করতেন।
পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত ভিজিটর জানান, অফিস সহায়িকা কল্যান কেন্দ্র সংগলগ্ন মাহবুব চৌধুরীর ভাড়া বাসায় বসবাস থাকেন। ঘটনার দিন অফিসে না ফোনে যোগাযোগ করেও পাওয়া যাইনি। অফিসে হাজির হওয়ার জন্য বাড়ির মালিককে খবর দেয়া হলে তাঁর ঘরের দরজা বন্ধ পান তিনি। ঘরের দরজা ধাক্কা দিলে ভেতর থেকে কোনো শব্দ না আসায় সবার সন্দেহ হয়। পরবর্তীতে জানালা দিয়ে দেখা যায় ঘরের ফ্যানের সাথে তাঁর মৃত দেহ ঝুলে আছে। এ খবর পেয়ে ঝুলন্ত অবস্থা হতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মডেল থানা তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ঝুলন্ত অবস্থা হতে মৃতদেহ টি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।