সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে গভীর শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌর সভা, থানা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সূর্য দয়ের পর সকাল ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিজয় র্্যালী করে বিএনপি ও জামায়াত। এ সময় বিজয়ের উল্লাসে মেতে উঠে মোটর শোভা যাত্রা করেছে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। সিটি গেইট থেকে দারগাহাট এলাকায় মোটর শোভা যাত্রায় বিজয়ের স্লোগানের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দেয়।
অন্যদিকে, উপজেলা পরিষদ হলরুমে মুক্তি যোদ্ধা সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী, প্রাণী সম্পদ কর্মকর্তা,কৃষি বিদ হাবিবুল্লাহ, মৎস কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারদের ক্রেস্ট দিয়ে সন্মান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করায় আমরা চাকুরি পেয়েছি। নয়তো সবাই কে গোলামির খাতায় নাম লেখাতে হতো। স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।