সরোয়ার উদ্দিন আনসারী।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাঁচুপাড়া এলাকায় হাঁচুপাড়া একতা সংঘের উদ্যোগে এবং সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের সহযোগিতায় শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাঁচুপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে গ্রামের ছাত্র-ছাত্রী, মুরব্বি ও সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা সেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আইনুল করিম আরাফাত, অ্যাডমিন মোহাম্মদ আশিক, সাহেদুল ইসলাম রাফি এবং হাঁচুপাড়া একতা সংঘের প্রতিনিধি আল রাজি, আরমান, তানভীর ও নাঈম।
সমাজের সকল স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।