সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বকেয়া বেতন ও মিল চালুর দাবীতে মহা সড়ক অবরোধ করেছে মার্স টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিকরা। বিকেল ৩ টায় বার আউলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়ক অবরোধ রেখে মিছিল সমাবেশ করে।
এ সময় শ্রমিকরা ন্যায্য বেতনসহ মিল চালুর দাবী তোলেন।
শ্রমিকরা বলেন, গত এক বছর ধরে শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন চালায় মিল কতৃপক্ষ। সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে বকেয়া বেতন পরিশোধ ছাড়া মিল বন্ধের পায়তারা শুরু করেছে। এক পর্যায়ে কতৃপক্ষের কুচিন্তা বুঝতে পেরে বৃহস্পতিবার শ্রমিকরা বেতন আদায়ে কাজ বন্ধ করে দিয়ে মিল গেটে অবস্থান নেয়। পরে শনিবার বিকেলে বেতন প্রদানের আশ্বাসে শ্রমিকরা অবস্থান ভাঙে। কিন্তু এ সুযোগ নিয়ে আলোচনার কথা বলে শনিবার মিল বন্ধ রাখে। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক হতে সরবে না বলে জানান শ্রমিক নেতা বেলাল।
এদিকে, অবরোধ চলতে থাকায় মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবন বিপন্ন হয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে ইনচার্জ আবদুল মোমেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ রেখে দেয়ায় যানজটের কবলে পড়ে সড়ক পথ। এ পরিস্থিতিতে সড়ক যানজট মুক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।