সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চলাকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে র্্যাব -৭ এর সদস্যরা। এ হামলায় ডিএডি আবদুল মোতালেব নামের সদস্যর মৃত্যু হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টায় সলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন,' সন্ত্রাসীদের অভিয়ারন্য খ্যাত জঙ্গল ছলিমপুরে অভিযানে নামে র্্যাব সদস্যরা। অভিযানের খবর ছড়িয়ে পড়লে উৎপেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় চারজন র্যাব সদস্য গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীর গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।