সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটিয়ারী, সোনাইছড়ি, ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড মো: ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো: জামাল উদ্দিন (৩২) ও মো: সোহেল (২২) নামীয় দুই ব্যক্তিকে প্রত্যেককে ৩০দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন কর্তৃক মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।
Leave a Reply