সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাজী বিরিয়ানি ও নিরাপদ বেকারি কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার দুপুর ৩ টায় পৌরসদরে হাজী বিরিয়ানির কারখানায় ও নিরাপদ বেকারিতে অভিযান পরিচালিত হয়।
ভোক্তাধির আইন ২০০৯ এর ৫৩ ও ৩৭ ধারায় হাজী বিরিয়ানিকে ২০ হাজার,হাজী কাচ্চিকে ১০ হাজার ও নিরাপদ বেকারি কে ৫ হাজার জরিমানা প্রদান করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক জাহেরুল হক ও পুলিশ সদস্য।