ভ্রাম্যমাণ প্রতিনিধি।
আজ ৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক সংলগ্ন এলাকায় আগত দর্শনার্থী ও আশেপাশের এলাকাবাসী সহ দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হয়েছে।
উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সিনিয়র সহ-সভাপতি সীতাকুণ্ড ইকোপার্কে এর সম্মানিত ইজারাদার ইকবাল হোসাইন সিদ্দিকী। উক্ত ক্যাম্পের পরিচালনা করেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, যুগ্ম সাধারণ, জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক, নাহিদ, সদস্য মোস্তফা সাজিত, মেহেদী হাসান, স্বেচ্ছাসেবী আক্তার হুসাইন এলিট, স্বেচ্ছাসেবী আকুল দে, প্রমুখ।
সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ড ইকোপার্কের কর্মচারী সহ অনেক স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
রক্ত দিন জীবন বাঁচান
মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।
অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে, এবং দেশের বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করে আসতেছে।