সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
৭ নভেম্বর স্মরনে রাঙ্গুনিয়া জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে উত্তর জেলা, পৌরসভার ও উপজেলা কৃষক দল। বিকেল ৩ টায় পুষ্পমাল্য অর্পণ করেন উত্তর জেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির আহবায়ক বদিউল আলম বদরুল, যুগ্ন আহবায়ক, সদস্য সচিব নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌরসভা সভাপতি নুরুল আফছার, সাধারন সম্পাদক মুছলেম উদ্দিনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে উত্তর জেলা আহবায়ক বলেন, স্বাধীনতা বিরোধী দের সাথে বিএনপি কোনো সম্পর্ক নাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেসিস্টদের সাথে আঁতাত করে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কঠোর জবাব দেয়া হবে বলে জানান।