সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে বৃক্ষ রোপণ অভিযান করেছেন উপজেলা জামায়াত। সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে “বৃক্ষরোপণ অভিযান” এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আমীর জনাব মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মাদ তাহের, উপজেলা যুব সভাপতি শামসুল হুদা, উপজেলা যুব সেক্রেটারি তৌহিদুল ইসলাম, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন “সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকা রাখে। সকল নেতা ও কর্মীরা অন্তত দুইটি করে গাছ রোপণ করবেন এবং জনসাধারণকেও বছরের এই অনুকূল সময়ে গাছ লাগানোর আহ্বান জানান।