সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ড ডিসি পার্কে মাছ অবমুক্ত করন,বৃক্ষ রোপন ও ফ্লাইয়ার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এ সময় আরও উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার আলা উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ১৩ মন মাছ অবমুক্ত করা হয়েছে। ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির নানান জাতের ফুলে সাজানো হবে।