সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ভাবী হোটেল’র নামের খাবার প্রতিষ্ঠানকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুর ১ টায় পৌরসদরের উত্তর বাইপাসে অবস্থিত ভাবীর হোটেল অভিযান পরিচালিত হয়। এ সময় বেআইনিভাবে মানহীন খাবার পরিবেশনে ১০ হাজার জরিমানা দিয়েছে। এছাড়া ভবিষ্যতে মেয়াদ উর্ত্তীন খাবার মজুদ ও পরিবেশন বন্ধে হোটল মালিককে সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরূল ইসলাম।
তিনি বলেন,‘ ভাত বিক্রির পাশাপাশী মানহীন দই ও ঘি উৎপাদন ও বিতরনের অভিযোগে ভাবীর হোটেলে অভিযান পরিচালিত হয়েছে। স্বাস্থ্যহানীকর পন্য বিক্রি ও উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। বিএসটিআই লাইসেন্স ব্যতীত দই ও ঘি বিক্রি ও উৎপাদন বন্ধ সর্তক করা হয়।
উক্ত অভিযানে সহযোগীতা ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শ জাহেরুল হক ও পুলিশ সদস্য।