সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে নবম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা করেছে বালিকা উচ্চ বিদ্যালয়। সকাল ১১ টায় লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলতাফ হোসেন শিমুল, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন খোকন, শিক্ষক মযনুল হোসেন,সহকারী প্র: শিক্ষক নুর উদ্দিন সহ অন্যান্য শিক্ষক মন্ডলী। বক্তব্যে প্রধান বলেন, অভিবাবকদের সচেতন হতে হবে। গুনগত মান বৃদ্ধিতে নতুন কারিকুলামের আলোকে সন্তানের প্রতি বেশি মনোযোগী হলে ভাল ফলাফল আসবে।