বন্দর নগরীর চট্টগ্রাম বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) মিলনায়তনে ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শুদ্ধ সঙ্গীত প্রেমীদের সংগঠন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ'র নব গঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। "শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ' বিদ্যার্থী পরিষদের নব গঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ সূচনায় উদ্বোধন ঘোষণা করেন কণ্ঠ শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ, বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন ও পরিষদের সহ অর্থ সম্পাদক সুপ্রিয়া চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন কবি,গল্পকার,দৈনিক সুপ্রভাত বাংলাদেশ'র সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল ও চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরী। নব গঠিত কমিটির নাম ঘোষণা করেন বিদ্যার্থী পরিষদের প্রধান উপদেষ্টা সুব্রত দাশ অনুজ অরুণ নাথ কে সভাপতি ও মো: লোকমান হোসেন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবর্গরা।
স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সম্পাদক মো: লোকমান হোসেন, পরিষদের প্রধান উপদেষ্ঠা সুব্রত দাশ অনুজ বলেন সুরের সাধনা করলে নতুন প্রজন্ম অন্ধকার থেকে আলোর পথে পাড়ি দিতে পারবে,সমাজ সুন্দর ও সুশৃঙ্খল জাতি গঠনে সঙ্গীত চর্চা অব্যাহত রাখতে বলেন এবং বিদ্যার্থী পরিষদের আয়োজকদের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। সম্মানিত অতিথি কবি,গল্পকার,দৈনিক সুপ্রভাত বাংলাদেশ এর সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল বলেন সঙ্গীত দিয়ে মানুষের মন জয় করা যায় সহজেই, সুর সারা পৃথিবীময় ছড়িয়ে পড়ুক।
সম্মানিত অতিথি জিন্নাহ চৌধুরী বলেন এই প্রতিকুল অবস্থায় এরকম অনুষ্ঠান করার জন্য আয়োজকদের প্রসংসা করে বলেন এগিয়ে যাবে অনেকদূর শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত । বক্তব্য রাখেন পরিষদের অন্যতম উপদেষ্টা লিটন কান্তি সরকার ও অলক ধর। সভাপতির সমাপনি বক্তব্যে অরুণ নাথ বলেন সুকণ্ঠ সঙ্গীত বিদ্যাপীঠ এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়, অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করেন।
দ্বিতীয় পর্বে উদ্বোধনী সংগীত " শুদ্ধ সংগীতে বিকশিত হোক " থিম সং দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গানটি লিখেছেন গীতিকার পঙ্কজ দেব অপু, সুর করেছেন সুব্রত দাশ অনুজ। একক গান নিয়ে আসেন শিল্পী হিতৈষী দাশ কৃতি পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত এসো শ্যামল সুন্দর , পরের শিল্পী সংহিতা নন্দী দেশের গান এই যে আমার মাতৃভূমি, এর পরের শিল্পী জয়শ্রী ধর শোনান শত জনমের প্রেম , জাতীয় কবি নজরুলের "মানুষ কবিতা" গাহি সাম্যের গান আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী লিটন কান্তি সরকার, পরের শিল্পী লিজা দাশ পরিবেশন করেন এ মন তোমাকে দিলাম ,পরের শিল্পী হৃদয় দাশ শোনান চোখের ভেতর স্বপ্ন আছে , এর পর শিল্পী সজীব চৌধুরী গেয়ে শোনান সুরের ভুবনে , দ্বৈত সংগীত পরিবেশন করেন রুবেল আনিকা দম্পতি এখানে দুজনে নিরজনে, পরের শিল্পী উর্বশী চক্রবর্তী শোনান লালন গীতি যেখানে সাইঁ বারাম খানা , পরের শিল্পী কৌশিক দত্ত শোনান ও আমার উড়ালপঙ্খীরে, পরের শিল্পী
মো: লোকমান হোসেন গেয়ে শোনান তোরে পুতুলের মত সাজাবো,
পরের শিল্পী দীপান্ত ভট্টাচার্য লালন গীতি পরিবেশন করেন মানুষ ভজলে সোনার মানুষ হবি,
এর পরের শিল্পী অনিন্দিতা ভট্টাচার্য তিনি শোনান তুমি মোর জীবনের ভাবনা, পরের শিল্পী প্রণয় ধর তিনি শোনান লালন গীতি এসব দেখি কানার হাটবাজার , "ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা " সমবেত সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি পরিবেশনা ছিল চমৎকার। উপস্থিত দর্শক-শ্রোতাদের উপস্থিতি হলরুম ছিল ভরপুর, মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করেন শ্রোতারা।
যন্ত্রসংগীতে সহযোগিতা করেন কীর্বোডে পলাশ দেবনাথ,তবলায় সানি দে,অক্টোপেড অভিষেক দাশ, লীড গীটার সৌরভ দাশ প্রমুখ।