”শুদ্ধ সংগীতে চিত্ত হোক বিকশিত” প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ১মিনিটে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিলনায়তন নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন সাংস্কৃতিক সংগঠন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ।
সংগঠনটি মূলত সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠ এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত। এই উপলক্ষ্যে নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুব্রত দাশ অনুজ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি, গল্পকার, কলামিস্ট, সুপ্রভাত বাংলাদেশ এর সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল ও চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরী। সভাপতিত্ব করবেন বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিদ্যার্থী পরিষদের শিল্পীবৃন্দ।