সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ (ছয়) সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ)-এর মহাসচিব মোহাম্মদ আলী।
এক শোকবার্তায় তিনি বলেন, “জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে আত্মত্যাগ করা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা এই বীর সেনাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
মোহাম্মদ আলী আরও বলেন, “বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের মিশনে আমাদের সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলকে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”
তিনি নিহত সেনাসদস্যেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এডব্লিউসিআরএফ-এর পক্ষ থেকে তিনি বলেন, “শান্তি, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেন, জাতি তাদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।”