মো. আবদুল আলী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি জেলা বিএনপির অনুমোদনে শনিবার (৮ সেপ্টেম্বর ২০২৫) প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে মোজাম্মেল হোসেন পাটোয়ারীকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন বাহারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীর হাসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ মোট ১৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে, এডভোকেট শাহ আলম সিরাজী, আবদুল করিম, মোঃ ওমর ফারুক, রিয়াদ হোসেন, মাস্টার আবদুর রহমান, হাজী ইমাম হোসেন, এডভোকেট আবুল কালাম ভূঁইয়া আজাদসহ আরও অনেকেই সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
মোট ৫১ সদস্যের এ আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply