হযরত ইমাম হাসান (রাঃ)
-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
আলীর সন্তান নবী দৌহিত্র মা ফাতিমার জানের জান
বেহেশতে যুবকদের সর্দার- নাম তাঁর ইমাম হাসান।
চার খলিফার শাসন আমল শেষ হয়েছিল যখন
ইমাম হাসান মুসলিম জাহানের খিলাফতপ্রাপ্ত হন।
মুয়াবিয়া দেখিয়েছিল বিশাল দল আয়ত্বে বাহুবল
খিলাফত চালাতে মুসলিম জাহানে ধরেছিল ফাঁটল।
শান্তি প্রিয় ইমাম হাসান চাইলেন না কোন সংঘাত
সন্ধিপত্রে স্বাক্ষর করেছিলেন- না হয় যেন রক্তপাত।
ক্ষমতার লোভে বিষ পান করাইলো লম্পট মারোয়ান
হত্যা করতে হাসানের স্ত্রী জায়েদার সাহায্য পান।
কি জবাব দিবে আল্লাহর কাছে মারোয়ান নাফরমান!
মদীনার জান্নাতুল বাকী হয় ইমাম হাসানের সমাধিস্থান।
সন্ধিতে শর্ত ছিল মুয়াবিয়া যখন হইবেন চির প্রস্থান
ইমাম হাসান বা ইমাম হুসাইন পাবে খিলাফতি স্থান।
সকল শর্ত ভঙ্গ করেছিল এজিদ মুয়াবিয়া মৃত্যুর পর
ইমাম হুসাইন শহীদ কারবালায় লানত এজিদের উপর।