মোহছেন মোবারকঃ
আনোয়ারা থানার ঐতিহ্যবাহী বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.)-এর ২৫০তম বার্ষিক ওরশ শরীফ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা ওরশ শরীফে অংশ নিতে ভিড় জমাতে শুরু করেন। সকাল ৭টায় খতমে কোরআনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়, এরপর সকাল ৯টায় মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.) পাঠ করা হয়, সকাল ১১টায় খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়, বাদ যোহর জিকিরে মোস্তফা (দ.) অনুষ্ঠিত হয়, এরপর বাদ এশা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, শেষে তবারুক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
ওরশ শরীফের সভাপতিত্ব করেন হযরতুলহাজ মাওলানা কাজী মুহাম্মদ জাফর সাহেব। সমাপনী বক্তব্য রাখেন হযরতুলহাজ মাওলানা ওসমান গনি সাহেব। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হযরতুলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান সাহেব। প্রধান ওয়ায়েজ ছিলেন হযরতুলহাজ মাওলানা মুফতি সরওয়ার কামাল আলকাদেরী।
বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন মাওলানা হাবিব আহমদ আল কাদেরী সাহেব, মাওলানা মুহাম্মদ সোলাইমান আলকাদেরী সাহেব, মাওলানা মুহাম্মদ হানিফী সাহেব, মাওলানা মুহাম্মদ মোবারক আলী সাহেব।
এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ লোকমান সাহেব, মাওলানা কাজী হারুন আহমদ, মাওলানা মুহাম্মদ জাহিদ জোবায়ের, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ মহসিন আহমদ।
ওরশ শরীফের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাফেজ মোজাহেদুল ইসলাম। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আল্লাহ ও তাঁর রাসুলের প্রেমে মুগ্ধ পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী এ আয়োজনে সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।