বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আইরনমুক্ত, জীবাণুমুক্ত ও বিশুদ্ধ মিনারেল পানি সরবরাহে অত্যাধুনিক প্রযুক্তির ফিল্টার স্থাপন করা হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন মোজাদ্দিদী (রহ.)-এর পুত্র, মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাচ্ছেরের ব্যক্তিগত উদ্যোগে ফিল্টারটি স্থাপন করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম ফিল্টারটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত ওসমান, নুরুল আবছার, পলাশ বড়ুয়া ও কাউছার প্রমুখ।
অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম বলেন, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। এই ফিল্টার স্থাপনের মাধ্যমে সবাই নিরাপদ পানি পাবে।