এম,আনিসুর রহমান
চট্টগ্রামের হাটহাজারীতে কিশোরীকে তুলে নিয়ে বিয়ের’ ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কিশোরীর বাবা ফখরুল ইসলাম (৫৮) পিটুনির শিকার হয়ে মারা যান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (০১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনী আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই ফখরুল ইসলামের সাড়ে ১৪ বছর বয়সী মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেন প্রতিবেশী যুবক রিফাত। এ ঘটনায় মেয়ের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ পরে ২৮ জুলাই মেয়েটিকে নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। এ নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশি বৈঠক বসে। বৈঠক চলাকালে তুমুল উত্তেজনার মধ্যে কিশোরীর বাবা ফখরুলকে মারধর করা হয় বলে স্থানীয়রা জানান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সালিশ চলাকালে ফখরুল অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। তবে পরিবার অভিযোগ করেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কেউ আটক না হলেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।