মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লক এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৭।অভিযানে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে এ অভিযানে র্যাব সদস্যদের সঙ্গে ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর কর্মকর্তারা।
র্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ওই ভবনের নবম তলায় গোপনে অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, বিটিআরসি ও এনটিএমসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয় ৩০টি সিম বক্স, ১০টি শক্তিশালী সার্ভার, প্রায় ১০ হাজার মোবাইল সিমকার্ড (অধিকাংশই টেলিটক ও কিছু এয়ারটেল), একাধিক রাউটার, কম্পিউটার এবং নেটওয়ার্কিং সরঞ্জাম।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মেজর সানরিয়া চৌধুরী বলেন, এই চক্রটি মূলত বিদেশ থেকে অবৈধ ভিওআইপি কল পরিচালনা করে আসছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চক্রটি প্রতারণামূলকভাবে অন্যের নামে সিম সংগ্রহ করে সেগুলো ব্যবহার করত।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চক্রের অন্যতম সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে র্যাব।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত সরঞ্জাম বিটিআরসির মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।